
হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান
অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান যতই চান সুপারহিরো সিনেমা না করতে, শেষমেশ তিনি এমন কিছুই করেন যাতে সিনেমার নায়কও হার মানে। কদিন আগে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, আর কখনও উলভারিন চরিত্রে আসবেন না পর্দায়। কিন্তু এবার বাস্তবেই সুপারহিরোদের মতো সহ-অভিনেতাকে বাঁচালেন এই হলিউড অভিনেতা।
আগামী বড়দিন উপলক্ষে মুক্তি পাবে তার ছবি ‘দ্য গ্রেটেস্ট শো ম্যান’। এতে হিউ জ্যাকম্যানের সঙ্গে অভিনয় করেছেন জ্যাক অ্যাফ্রন। এই ছবির সেটেই আগুনের কবলে পড়েন জ্যাক। সেখান থেকে জ্যাককে উদ্ধার করেন হিউ জ্যাকম্যান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জ্যাক অ্যাফ্রন এ কথা জানান গণমাধ্যমে।
জ্যাক অ্যাফ্রনের সঙ্গে হিউ জ্যাকম্যান
জ্যাক বলেন, ‘একটি জলন্ত বিল্ডিং থেকে হিউ জ্যাকম্যান কাউকে উদ্ধার করছে- এটি প্রতিটি মেয়ের স্বপ্ন। তেমনি করে আমাকে আগুনের কবল থেকে বাঁচিয়েছেন লোগান তারকা।’
তবে শুধু এবারই নয়, এর আগেও নায়কের মতো নিজের ছেলে ও অন্যান্যদের বাঁচিয়েছিলেন হিউ জ্যাকম্যান। গতবছর সাগরে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে এই অভিনেতার ১৫ বছরের ছেলে অস্কার এবং বেশ কিছু পর্যটক। আর সত্যিকারের নায়কের মতোই তাদের বাঁচিয়েছিলেন হিউ জ্যাকম্যান।