
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে, না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ।
একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ট্রেনযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে ২৭ মার্চ সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন। সে সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
মূলত খলনায়ক চরিত্রের সুবাদে বাংলা চলচ্চিত্রে সুপরিচিত হলেও প্রযোজক হিসেবেও ঢালিউড পাড়ায় তার পরিচিতি রয়েছে।
মিজু আহমেদ ১৯৫৩ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার জন্ম নাম হচ্ছে মিজানুর রহমান। শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের অন্তর্ভূক্ত হন।