
অভিনয়ের বিষয়ে কখনোই ছাড় দেন না তিনি। বলা যায় তাকে জাত অভিনেতা। বলিউডের অনেক তারকাই তাকে অভিনয়ের গুরু মানেন। অভিনয়ের জন্য বয়স যে কোনো বিষয়ই না তা তিনি প্রমাণ করেছেন ’ডার্টি পিকচার’ ছবিতে। অভিনয়ের জন্য পেয়েছেন পদ্মভূষণ, পদ্মশ্রী ও ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলছি শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ’র কথা।
এবার ঢাকার মঞ্চ জয় করতে আসছেন তিনি। জানা যায়, ‘ইসমাত আপাকে নাম’নামে নাটক নিয়ে ঢাকায় আসছেন তিনি। সিটি ব্যাংক নিবেদিত এই নাটকটি আগামী ২১ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে মঞ্চস্থ হবে।
নাটকটিতে আরও অভিনয় করছেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ। টিকিট পাওয়া যাবে সিটি ব্যাংকের নির্ধারিত কয়েকটি শাখায়।
এই নাটকটি ঢাকায় নিয়ে আসছে ব্লুজ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম এ তথ্য জানান।