সালমান খানের অভিনয়ের পাশাপাশি তার গানও এখন বলিউডে বেশ জনপ্রিয়। তাইতো অভিনয়ের পাশে এখন গায়ক হিসেবেও পরিচিত তিনি। প্রথমে ‘কিক’ ছবিতে গান গান। এরপর ‘হিরো’ ছবিতে প্লেব্যাক করেন এই অভিনেতা। দুটো গানই সুপারহিট। তাই মনে হয়, অনেক পরিচালক ভাবছেন তাদের নতুন ছবিতে এখন থেকে একটি গান হলেও সালমানকে দিয়ে করাবেন।
তাইতো সম্প্রতি নতুন একটি ছবির জন্য প্লেব্যাক করছেন সালমান। এবার সালমান প্লেব্যাক করবেন রণদীপ হুদার জন্য।
রণদীপ তার আসন্ন ছবি ‘লাল রং’ ছবিতে গাওয়ার জন্য সালমানকে অনুরোধ করেন। রণদীপের প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি।
শোনা যাচ্ছে, এই সপ্তাহেই এই ছবির ‘প্যায়ার মে’ গানটি রেকর্ড করবেন সালমান। গানটিতে দেখা যাবে রণদীপ ও অক্ষয় ওবেরয়কে।
এমনকী, সালমানের আসন্ন ছবি সুলতান-এও দেখা যাবে রণদীপকে। শোনা গেছে, রেসলিং প্রশিক্ষকের চরিত্রের জন্য রণদীপের নাম সুপারিশ করেছিলেন খোদ সালমান।