বাংলাদেশে অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজ আপাতত স্থগিত হয়ে গেলেও সহসাই এই ইস্যু থেকে বের হয়ে আসতে পারছে না ক্রিকেট বিশ্ব। আর অনুমিত ভাবেই বাংলাদেশ জুড়েই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এই সিরিজ স্থগিতের সিদ্ধান্তে চলছে তোলপাড়।
আর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি রকিবুল হাসান। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাথে আলাপচারিতায় অস্ট্রেলিয়াকে স্রেফ ’জেগে জেগে ঘুমিয়ে থাকা প্রতিষ্ঠান’ বলে ঘোষণা করলেন।
বললেন, ’কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে আপনি কিভাবে জাগাবেন? আমি নিজেই চোখ বন্ধ করে রেখেছি, আপনি আমাকে জাগাতে পারবেন? কেউ যদি সিদ্ধান্ত নিয়েই রাখে তার সিদ্ধান্ত কিভাবে আপনি পাল্টাবেন? ওরা তো সিদ্ধান্ত নিয়েই রেখেছিল আসবে না, এই অবস্থায় বাংলাদেশকে দোষারোপ করা অর্থহীন।’